Last Updated: Saturday, November 10, 2012, 19:35
আবার নন্দীগ্রামের ছায়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে। আর বিক্ষোভের সুর এবার নন্দীগ্রামের মানুষের গলাতেই। বিতর্কের কেন্দ্রে নন্দীগ্রামের ঘটনা নিয়ে তৈরি ছবি `চোখের পানি`। শনিবার চলচ্চিত্র উত্সবের উদ্বোধনের আগে নেতাজি ইন্ডোরে বিক্ষোভের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী। উত্সবে দেখানো হচ্ছে না `চোখের পানি`। তারই প্রতিবাদে আজ নেতাজি ইন্ডোরের সামনে বিক্ষোভ দেখান নন্দীগ্রাম শহিদ স্মারক কমিটির সদস্যরা। কালো পতাকাও দেখানো হয় মুখ্যমন্ত্রীকে।